Logo
×

Follow Us

ইউরোপ

বুচার থেকেও ভয়াবহ দৃশ্য অপেক্ষা করছে বোরোডিয়াঙ্কায় : জেলেনস্কি

Icon

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০৫ এপ্রিল ২০২২, ১১:৫৪

বুচার থেকেও ভয়াবহ দৃশ্য অপেক্ষা করছে বোরোডিয়াঙ্কায় : জেলেনস্কি

সাংবাদিকদের সাথে কথা বলছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ছবি : বিবিসি

ইউক্রেনের রাজধানী কিয়েভের উপকন্ঠে বুচা শহরে রাশিয়ার সেনাবাহিনীর নৃশংসতা দেখে শিউরে উঠেছে গোটা বিশ্ব। পাশাপাশি কিয়েভসহ উত্তর ইউক্রেন থেকে রাশিয়া পিছিয়ে এলেও পূর্ব ইউক্রেনে নতুন করে আক্রমণের আশঙ্কা করা হচ্ছে।

এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি অভিযোগ করেছেন, বুচা শহর থেকেও ভয়াবহ অবস্থা বোরোডিয়াঙ্কা শহরের; কিংবা সেই সব শহরের যেখান থেকে রুশ বাহিনী আপাতত সরে গেছে। 

একটি ভিডিও বার্তায় তিনি দাবি করেছেন, ওই শহরগুলোতে অত্যাচারিত ও নিহত সাধারণ নাগরিকের সংখ্যা বুচার থেকে কয়েকগুণ বেশি। এই এলাকাগুলোতে রুশ বাহিনী যেভাবে নৃশংসতা চালিয়েছে, তা ৮০ বছর আগের নাৎসি অত্যাচারকেও লজ্জা দেবে।

গতকাল সোমবার (৪ এপ্রিল) রোমানিয়ার পার্লামেন্টে বক্তৃতায় এসব কথা বলেছেন জেলেনস্কি। আজ মঙ্গলবার (৫ এপ্রিল) জাতিসংঘের নিরাপত্তা পরিষদে বক্তৃতা দেওয়ার কথা তার। বুচার গণকবর নিয়ে তিনি সেখানে কথা বলবেন।

এর আগে গতকাল সংবাদমাধ্যমে জেলেনস্কি অভিযোগ করেন, অধিকৃত এলাকাগুলোয় রুশ সেনাদের করা যুদ্ধাপরাধ রাশিয়া লুকানোর চেষ্টা করছে। রুশ সেনারা ইউক্রেইনের বেসামরিকদের হত্যা করেছে এমন প্রতিবেদনগুলো নিয়ে সন্দেহ সৃষ্টির জন্য ভ্লাদিমির পুতিনের সরকার ‘প্রপাগান্ডা’ অভিযান শুরু করেছে।

তাই সংবাদমাধ্যমের কাছে জেলেনস্কির আবেদন, বুচাসহ বিভিন্ন জায়গা ঘুরে তারা যেন তথ্য নথিভুক্ত করে। 

গত রবিবারই ইউক্রেনের বুচা শহরে রুশ সেনার অত্যাচারের ভয়াবহতা প্রকাশ্যে আসে। গণকবর, তিন শতাধিক নাগরিকের মৃত্যু, এমনকি ১০ বছরের মেয়ের গোপনাঙ্গে আঘাত, অত্যাচারের চিহ্ণও স্পষ্ট। যা দেখে সমালোচনার ঝড় উঠেছে বিশ্বে। ইউক্রেনের পার্লামেন্টের এক সদস্য রুশ বাহিনীর এই অত্যাচারের নিন্দা করে জানিয়েছেন, রাশিয়ার সেনার লালসার হাত থেকে বাদ যায়নি শিশুরাও। 

ভিডিও বার্তায় ইউক্রেন প্রেসিডেন্ট বলেছেন, বুচার মতো বোরোডিয়াঙ্কা ও অন্য শহরগুলোর মানুষ কীভাবে রুশ বাহিনীর হাতে অত্যাচারিত হয়েছেন তার যাবতীয় তথ্য সংবাদমাধ্যমের সামনে আনতে চাই আমরা। আমরা চাই, সাংবাদিকরা এই সব শহরে আসুন। গোটা বিশ্বকে জানান রাশিয়া আমাদের প্রিয় ইউক্রেনের কী অবস্থা করেছে।

রুশ বাহিনীকে ঠেকাতে বিশ্বের শক্তিশালী দেশগুলোর কাছে তিনি ইউক্রেনে আরো অস্ত্র পাঠানোর আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ইউক্রেনের হাতে প্রয়োজনীয় অস্ত্র নেই। যদি তা থাকত তবে বুচা, বোরোডিয়াঙ্কার মতো ঘটনা ঘটতে পারত না।

পুতিনের সরকারের ওপর আরো নিষেধাজ্ঞা আরোপ করার জন্য পশ্চিমা নেতাদের প্রতি আহ্বান জানিয়ে জেলেনস্কি বলেন, চূড়ান্তভাবে শাস্তি অবশ্যই শক্তিশালী হতে হবে। 

ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, পূর্ব ইউক্রেনে রাশিয়া নতুন করে আক্রমণের পরিকল্পনা করেছে। পূর্ব ইউক্রেনের একটি বড় অংশ রাশিয়া দখল করে নিতে চাইছে। খারকিভ ও লুহানস্ক অঞ্চলে রাশিয়ার সেনার সংখ্যা বেড়েছে বলেও দাবি করা হয়েছে। -ডয়চে ভেলে, রয়টার্স, বিবিসি


Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫